Mohiuddin Al Helal

ব্যস্ত জীবনের ফাঁকে কিছু এলোমেলো চিন্তার প্রকাশ…

ভালো থাকুক গলাচিপার সব কিছু

২৫/০৮/২২ – ৩০/০৯/২৪

উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমার চিন্তা ও কর্মের পুরোটা জুড়ে ছিলো গলাচিপা জনপদ ও এর মানুষজন।

এর বিনিময়ে যা পেয়েছি সেটা ছিলো অমূল্য। অপ্রাপ্তি নেই মোটেই।

তবে অনেক কিছুই করতে না পারার অতৃপ্তি রয়েছে।

আমার সকল অতৃপ্তি একদিন এ জনপদের তরুণ ও কিশোররা ঘুচিয়ে দিবে সেই আশা নিয়ে বিদায় নিচ্ছি ।

পরবর্তী কর্মস্থল : মন্ত্রীপরিষদ বিভাগ (Cabinet Division)

প্রিয় গলাচিপার নাগরিকগণ আপনারা আমাদের হৃদয়ে থাকবেন।

ভালো থাকুক গলাচিপার সব কিছু ।

বিনীত

Mohiuddin Al Helal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *