Mohiuddin Al Helal

ব্যস্ত জীবনের ফাঁকে কিছু এলোমেলো চিন্তার প্রকাশ…

নতুন বাংলাদেশে আপনাকে রক্তিম শুভেচ্ছা

প্রিয় গলাচিপবাসী

আসসালামু আলাইকুম

ইতিহাসের এই ক্রান্তিলগ্নে ছাত্র জনতার বিপ্লবের ফসল নতুন বাংলাদেশে আপনাকে রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি।

এই গলাচিপা উপজেলা আপনাদের প্রাণের জায়গা, এখানেই আপনারা জন্মেছেন, এখানেই বেড়ে উঠেছেন, গলাচিপার মাটির গন্ধ আপনাদের গায়ে। এখানেই মাটির নিচে শায়িত আছেন আপনাদের আপনজন। এ উপজেলার প্রতি ইঞ্চি মাটি আপনাদের নিকট পবিত্র আমানত।

আমি বিনীতভাবে অনুরোধ করছি সকল প্রকার বিশৃঙ্খলা, নৈরাজ্য ও ধ্বংসযজ্ঞ থেকে গলাচিপাকে নিরাপদ রাখতে হবে।

আপাতত ধর্ম, দল ও বর্ণের ভিত্তিতে কোন বিভেদ নয়। উপজেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করুন। সংখ্যালঘু জনগোষ্ঠী, মেহনতি মানুষ, অসহায় ও দুর্বলদের জন্য আস্থাবান হোন। অন্যায়কে ন্যায় দিয়ে প্রতিস্থাপন করুন।

আমাদের সকলের সম্মিলিত প্রয়াস গলাচিপা হয়ে উঠুক সকল জাতি-ধর্ম-বর্ণের মানুষের নিরাপদ শান্তিময় আশ্রয়স্থল। সর্বশক্তিমান আল্লাহতায়ালা আমাদের সহায় হোন।

বিনীত

মহিউদ্দিন আল হেলাল

উপজেলা নির্বাহী অফিসার

গলাচিপা

জরুরি তথ্য : ০১৭৭৭১২৪১৫৩

জরুরি মেসেজ : ০১৭৩৩৩৩৪১৫৩ (WhatsApp)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *